বৃষ্টি বাসর

বৃষ্টি (আগষ্ট ২০১২)

তান্নি
  • ৫৬
  • ১০৯
আকাশ জুড়ে কৃষ্ণ মেঘের ভেলা।
অবগুন্ঠিতা নববধু সাজে প্রকৃতি।
শ্বেত বরন অঙ্গে রংধনুর আলপনা।
বুঝি আজ ফুলশয্যা,
বাসরঘরের ভেতর জুড়ে বৃষ্টি ভেজা ঘ্রান।
আমি ও সাথী হবো।
পড়ে আছে পায়ের কাছে,
নিমন্ত্রনের রাঙ্গা চিঠি।
আকুল করা আহবান যেথা,
এসো হে হিতৈষী,
প্রকৃতির সুধা পান করো।
আমি বেপরোয়া,
বাধনহারা উন্মাদ সত্ত্বা,
শাসনের জিঞ্জির ভেঙ্গে ছুটে যাই।
বাধা পড়ি কারো অভিমানী দৃষ্টি মাঝে।
আবার কারো উদ্বেল হাসিতে।
শান বাধানো ঘাট,
যেথা নীল গালিচার ছায়া,
আঁচল উড়ায় হাওয়া,
টুকরো অপেক্ষা।
জানা নেই কীসের তরে।
হঠাৎ তুমুল বৃষ্টি,
অঝোর ধারার বর্ষন।
ভিজে একাকার চঞ্চল দেহ মন।
উদ্ভ্রান্ত মন বুঝি হাসির উৎস খুজে পেল,
চঞ্চলা কিশোরীর শিহরিত হাসি।
বাজে বৃষ্টির রিনিঝিনি সুর।
ঝরনা ছুটে ঈষৎ চুল ছুয়ে।
অগোছালো নীল শাড়ী,
ভেজা দেহ জড়িয়ে রাখে।
শ্বেত বলাকার পাখা অধর ছুয়ে যায়।
ভালোবাসার দুরন্ত বলাকা।
প্রকৃতির আমন্ত্রিত অথিতি সেও।
নীল শাড়ী পরা সেই মেয়েটি,
আর শ্বেত পালকের সে,
ভালোবাসার শুভ্র বলাকা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জাফর পাঠাণ বৃষ্টি দিয়ে ভালোবাসার চমৎকার গাথুনী হয়েছে কবিতাটিতে ।মোবারকবাদ কবিকে ।
খন্দকার নাহিদ হোসেন কবিতা বেশ লাগলো। তবে চাই কবি প্রচুর কবিতা পড়ুক। এ সময়ের কবিতা। তাতে করে কবি শব্দ ও উপমার খেলায় আরো সুন্দর করে খেলতা পারবে। সামনের জন্য দোয়া রইলো।
সালেহ মাহমুদ অনেক ভালো হয়েছে তান্নি, শুভ কামনা রইল।
মোঃ আক্তারুজ্জামান পড়ে আছে পায়ের কাছে, নিমন্ত্রনের রাঙ্গা চিঠি- খুব সুন্দর কবিতা| অনেক শুভ কামনা কবির প্রতি|
ফাইরুজ লাবীবা উপর থেকে নীচ অবদি নক্সি পংক্তিতে গাথুনি দিয়ে আঁকা কবিতাটি ভালো হয়েছে আপু ।ধন্যবাদ ।
ইসমাইল বিন আবেদীন কবিতাটি "ভালোবাসার শুভ্র বলাকা" হয়েই থাকুক সবার মনে | খুব ভালো মানের কবিতা | শুভো কামনা রইল |
Lutful Bari Panna খুব সুন্দর..
অজয় অনেক সুন্দর
রোদেলা শিশির (লাইজু মনি ) বাহ .... সুন্দর লিখেছ ....আপুনি ....... এগিয়ে ... যাও ... নিরন্তর ...সাফল্যের পথে .....

০৪ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫